মধুপুরে সড়ক দুর্ঘটনা: ড্রাইভার ও হেলপার গ্রেপ্তার
টাঙ্গাইলের মধুপুরে বাস ও মিনি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। ঘটনায় মামলার সূত্র ধরে বিনিময় পরিবহনের ড্রাইভার নজরুল ইসলাম (৩৫) এবং হেলপার রশিদ (৪০)-কে গ্রেফতার করেছে পুলিশ।
গত ১৯ নভেম্বর সকাল সাড়ে পাঁচটার দিকে মধুপুর পৌরসভার মালাউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। ধনবাড়ী থেকে ঢাকাগামী বিনিময় পরিবহনের বাস ও মধুপুরগামী মিনি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পিকআপের ড্রাইভার ও হেলপার নিহত হন। পিকআপে থাকা দুই বিক্রেতা গুরুতর আহত অবস্থায় মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন জামালপুরের ইসলামপুরের মোহাম্মদপুর গ্রামের রবিউল ইসলাম (২৮), শাহজাহান (৪২), মহলগিরি গ্রামের সুজন (২৫) এবং কাশেমের ছেলে আমজাদ (২৮)। নিহত রবিউলের ভাই দুলু মিয়া বাদী হয়ে মধুপুর থানায় মামলা করেন।
মামলার ভিত্তিতে মধুপুর থানা পুলিশ সহকারী পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমি এবং তদন্ত কর্মকর্তা রাসেল আহমেদের নেতৃত্বে ধনবাড়ী উপজেলার চাতুটিয়া গ্রামে অভিযান চালিয়ে শুক্রবার রাতে ড্রাইভার নজরুল ইসলাম এবং হেলপার রশিদকে গ্রেফতার করে।
সহকারী পুলিশ সুপার ফারহানা আফরোজ বলেন,
‘মালাউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকাগামী বিনিময় বাস ও মধুপুরগামী পিকআপ ভ্যানের সংঘর্ষে চারজন নিহত হন। মামলার পর থেকেই তাদের গ্রেফতারে তৎপরতা চালানো হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা শুক্রবার রাতে অভিযুক্তদের গ্রেফতার করতে সক্ষম হই।’
-জুয়েল রানা, মধুপুর
ON/MRF