মঠবাড়িয়ার টিয়ারখালীতে সড়ক দুর্ঘটনায় প্রতিবন্ধী ব্যক্তি নিহত
মঠবাড়িয়ার উত্তর টিয়ারখালীতে এক সড়ক দুর্ঘটনায় প্রতিবন্ধী ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম রিপন হাওলাদার (৪৫)। তিনি উত্তর টিয়ারখালী গ্রামের আফতাব উদ্দিন হাওলাদারের ছেলে।
শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে বাড়ির পাশে একটি মিলাদ অনুষ্ঠানে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি বালুবোঝাই ডায়া গাড়ি দ্রুতগতিতে এসে পথচারী রিপন হাওলাদারকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় জনগণ জানায়, গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে চলছিল এবং নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ধরনের সড়ক দুর্ঘটনা প্রতিরোধে স্থানীয়রা দ্রুতগতির যানবাহনের ওপর কঠোর নজরদারি এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
-মো. মেহেদী হাসান, মঠবাড়িয়া
ON/MRF