কচুয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
চাঁদপুরের কচুয়ার মাঝিগাছায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে মাঝিগাছা এমএম উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করেন প্রধান অতিথি, কচুয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কচুয়া সরকারি ডিগ্রি কলেজের সাবেক এজিএস মো. ইউসুফ মিয়াজী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘মাদকের আগ্রাসন থেকে রক্ষা পেতে হলে খেলাধুলার বিকল্প নেই। সমাজে নানামুখী অপরাধ প্রতিরোধে খেলাধুলার প্রয়োজন। তাই তরুণদের শরীর ও মন ভালো রাখতে নিয়মিত খেলাধুলা করা উচিত।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক ফয়সাল হোসেন বিএসসি, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তানজিরুল ইসলাম সোহাগ, বিতারা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলী আকবর তুহিন প্রমুখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন মহি চৌধুরি, সফিক মাস্টার, শামীম মিয়াজী, শাহজাহান ভুঁইয়া, সজীব মিয়াজী, তুহিন পাটোয়ারী, নাজমুল হুদা, হিমু ঢালি, ও সংগঠনের সভাপতি শিপন ব্যাপারী, সিনিয়র সহ-সভাপতি হাবিব ঢালি, সাধারণ সম্পাদক তৈমুর রেজা এবং সাংগঠনিক সম্পাদক মো. পলাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধনী ম্যাচে শিলাস্থান ইয়াং স্টার ক্লাব এবং নিন্দপুর কলেজ টিম প্রতিদ্বন্দ্বিতা করে। নির্ধারিত সময়ে খেলা ড্র হওয়ায় টাইব্রেকারে শিলাস্থান ইয়াং স্টার ক্লাব ২-০ গোলে জয়ী হয়। খেলাটি উপভোগ করতে শতাধিক দর্শক মাঠে উপস্থিত ছিল।
-মো. মাসুদ রানা, কচুয়া
ON/MRF