সাইফুল হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে সোনাপুরে তাওহিদি জনতার স্লোগান
আজ শুক্রবার জুমার নামাজের পর নোয়াখালীর সোনাপুরে সর্বস্তরের তাওহিদি জনতা প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে। তারা হিন্দুত্ববাদী সংগঠন ইসকন নিষিদ্ধ এবং আইনজীবী সাইফুল ইসলাম হত্যার বিচারের দাবি জানান।
বিক্ষোভ মিছিলটি সোনাপুর জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে বিআরটিসি বাস টার্মিনাল পর্যন্ত বিস্তৃত হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। তারা বলেন, ‘আমার সোনার বাংলায়, জঙ্গিবাদের ঠাঁই নাই’ এবং ‘আমার ভাই শহিদ কেন! প্রশাসন জবাব চাই’।
প্রতিবাদকারীরা অভিযোগ করেন, আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ায় অগ্রগতি নেই। এছাড়া ইসকনের কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও জোর দাবি জানান তারা।
বিক্ষোভ মিছিলের পাশাপাশি সংক্ষিপ্ত সভায় স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিল এবং তাওহিদি জনতার দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।
-মোহাম্মদ আকবর হৃদয়, সোনাপুর
ON/MRF