৬৪ জেলার প্রতিযোগীদের নিয়ে মাদারীপুরে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
মাদারীপুরে আজ ভোরে প্রথমবারের মতো আয়োজিত হলো ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। কেকে এম আরসি এর উদ্যোগে ভোর ৫:৪০ মিনিটে শুরু হওয়া এই দৌড়ে ২১ জেলার ২০০ জন প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতাটি উদ্বোধন করেন মাদারীপুর জেলা প্রশাসক মোছাম্মৎ ইয়াসমিন আক্তার।
দৌড় শুরু হয় মাদারীপুর শহরের সমন্বিত সরকারি অফিস ভবন থেকে। দুইটি পৃথক ক্যাটাগরিতে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়—একটি ২১ কিলোমিটার এবং অন্যটি ১০ কিলোমিটার। প্রতিযোগীদের নির্ধারিত পথ শহরের টুবিয়া এলাকায় প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এসে শেষ হয়।
প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোছাম্মৎ ইয়াসমিন আক্তার।
এই আয়োজন সম্পর্কে কেকে এম আরসি এর স্বত্বাধিকারী আবুল ফজল লেলিন বলেন, ‘সুস্থ শরীরের কোন বিকল্প নেই। সুন্দর স্বাস্থ্য মানে সুন্দর মন, আর শারীরিক সুস্থতা বজায় রাখতে প্রতিদিন অন্তত আধা ঘণ্টা নিজের জন্য সময় বের করতে হবে। এ ধরনের আয়োজনের মাধ্যমে আমরা সেই বার্তাই পৌঁছে দিতে চাই। স্বতঃস্ফূর্তভাবে সবাই এতে অংশগ্রহণ করেছে, যা খুবই প্রশংসনীয়। ভবিষ্যতে আরো বড় পরিসরে এবং আকর্ষণীয়ভাবে এমন আয়োজন করা হবে।’
আয়োজকরা আশা প্রকাশ করেন, এই ব্যতিক্রমী উদ্যোগ মাদারীপুরের মানুষের মধ্যে শারীরিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।
-ইসমাইল খান হৃদয়, মাদারীপুর
ON/MRF