ভূঞাপুরে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামে মসজিদ ভাঙচুর, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা ও ইসকন নিষিদ্ধের দাবিতে টাঙ্গাইলের ভূঞাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) জুমার নামাজের পর ইসলামি আন্দোলন বাংলাদেশ এর ভূঞাপুর উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলটি ভূঞাপুর কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরবর্তী সমাবেশে উপজেলার ধর্মপ্রাণ মুসল্লী ও তাওহিদি জনতা অংশ নেন।
সমাবেশে বক্তারা চট্টগ্রামের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংগঠনকে (ইসকন) বাংলাদেশ থেকে নিষিদ্ধ করার দাবি জানান। তারা বলেন, ‘চট্টগ্রামের ঘটনায় জড়িত চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে।’
আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, ‘হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির মুখোমুখি করতে হবে। বাংলাদেশ থেকে ইসকনকে আজীবনের জন্য নিষিদ্ধ না করা হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।’
বিক্ষোভ কর্মসূচিতে উপজেলার হাজারো ইসলামপ্রাণ জনতা ও ওলামায়ে কেরাম অংশগ্রহণ করেন।
সাজেদুল ইসলাম, টাঙ্গাইলের
ON/MRF