পিরোজপুরে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

ইসকন নিষিদ্ধ এবং তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিম হত্যার বিচারের দাবিতে পিরোজপুরে তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে পিরোজপুর কেন্দ্রীয় মসজিদ চত্বর থেকে শুরু করে বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে এটি কেন্দ্রীয় মসজিদ সড়কে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, চট্টগ্রামে ইসকনের হামলায় তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিম নিহত হয়েছেন। এ ঘটনাকে তাঁরা ‘ইসকনের সন্ত্রাসী কার্যক্রমের প্রমাণ’ হিসেবে উল্লেখ করেন।
বক্তারা বলেন, ‘ইসকন একটি উগ্রবাদী ও জঙ্গি সংগঠন। এই সংগঠনকে নিষিদ্ধ করা এবং আইনজীবী সাইফুল হত্যার দ্রুত বিচার নিশ্চিত করা প্রয়োজন।’
বক্তৃতায় আরও বলা হয়, ইসকন কর্তৃক কুরআন শরীফ পোড়ানো, মসজিদ ভাঙচুর এবং রাষ্ট্রবিরোধী কাজের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা হয়েছে। বক্তারা এসব কাজের সুষ্ঠু তদন্তের দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন পিরোজপুর কেন্দ্রীয় মসজিদের ইমাম মুফতি মো. জুবায়ের, বায়তুল আমান জামে মসজিদের ইমাম মুফতি হাফিজুর রহমান, মুফতি আহসান উল্লাহ, মাওলানা সিদ্দিকুল্লাহ, মাওলানা হাফিজুর রহমান এবং জেলা বিএনপির নেতা ও সাবেক পৌর কাউন্সিলর আব্দুস সালাম বাতেন।
-নাছির উদ্দিন, পিরোজপুর
ON/MRF