বোয়ালখালীতে দুঃস্থ মানুষের পাশে বসুন্ধরা শুভসংঘের খাদ্য সহায়তা

বোয়ালখালী উপজেলার সৈয়দপুর গ্রামের মকবুল আহমদ সওদাগরের বাড়িতে বসবাস করেন সাকি আকতার (৩০)। তার পরিবারে একমাত্র কন্যাসন্তান রয়েছে। উপার্জনের মতো কোনো ছেলে সন্তান না থাকায় পরিবারের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। এই দুরবস্থা জানতে পেরে বসুন্ধরা শুভসংঘ এগিয়ে আসে এবং খাদ্য সহায়তা দিয়ে তার পাশে দাঁড়ায়।
এই মানবিক কার্যক্রমে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের বোয়ালখালী উপজেলা শাখার সদস্য আফিফ চৌধুরী, মো. মোস্তফা সামি, মো. ইব্রাহিম, মো. মোবারক, মো. মুনকাইছির এবং কালের কণ্ঠের বোয়ালখালী প্রতিনিধি এস.এম. নাঈম উদ্দীন।
স্থানীয়দের একজন বলেন, সাকি আকতারের কোনো ছেলে সন্তান নেই বলে ঘরে উপার্জনের কেউ নেই।