দুই কারাগার থেকে পালিয়েও রক্ষা হলো না আতাহারের, আবারও গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নরসিংদী জেলা কারাগার ও গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যাওয়া আসামি মো. আতাহার আলী (৩২)-কে গ্রেপ্তার করেছে ময়মনসিংহের নান্দাইল থানার পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) গভীর রাতে তাকে উপজেলার মেলপুর ইউনিয়নের লংগারপাড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার (২৯ নভেম্বর) তাকে কারাগারে পাঠানো হয়েছে।
জানা যায়, কারাগার থেকে পালানোর অভিযোগে গত ১৫ আগস্ট কোনাবাড়ি থানায় আতাহার আলীর বিরুদ্ধে পেনাল কোডে মামলা হয়। এর পর থেকে তিনি বাড়িতেই অবস্থান করছিলেন।
নান্দাইল থানার ওসি ফরিদ আহম্মেদ জানান, আসামি আতাহার আলীকে ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
সুত্র: কালের কন্ঠ
ON/RMN