নবান্নের আনন্দে ভাসছে সাদুল্লাপুর

অগ্রহায়ণের শুরুতেই গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় শুরু হয়েছে গ্রামীণ ঐতিহ্যের নবান্ন উৎসব। নতুন ধান কাটা ও মাড়াইয়ের কাজে ব্যস্ত কৃষক-কৃষাণীরা দিনভর পরিশ্রমের পর পরিবারের সবাই মিলে পিঠা-পায়েসের আনন্দে মাতছেন।
সাদুল্লাপুরের বিভিন্ন গ্রামের কৃষকরা নতুন ধান মাড়াই, শুকানো ও সিদ্ধ করার কাজ করছেন। একই সঙ্গে গৃহিণীরা পিঠা-পুলি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। সন্ধ্যা নামতেই রান্নাঘর থেকে ভেসে আসছে পিঠার ঘ্রাণ, যা ছোট-বড় সবার মধ্যে উৎসবের আনন্দ এনে দিচ্ছে।
০১ নম্বর রসুলপুর ইউনিয়নের জুনিদপুর গ্রামের গৃহিণী ছকিনা বেগম নতুন ধান সিদ্ধ করছিলেন। তিনি জানান, ‘নতুন ধানের নতুন চাল। নবান্নের উৎসবে অনেক আনন্দ হচ্ছে।’
একই গ্রামের কৃষক জলিল মিয়া বলেন, ‘আমরা কয়েক বছর ধরে অগ্রহায়ণের প্রথম সপ্তাহেই নবান্ন উৎসবের আয়োজন করে থাকি। একসঙ্গে গ্রামের সবাই মিলে নবান্নের আনন্দ ভাগাভাগি করি।’
নবান্ন উৎসবের কারণেই গ্রামীণ জনপদে প্রাণবন্ত দৃশ্য দেখা যাচ্ছে। শহরের মানুষ এই উৎসব থেকে প্রায় বঞ্চিত হলেও গ্রামে ধানকাটা, মাড়াই আর পিঠা-পায়েসের আয়োজন এক উৎসবমুখর পরিবেশ তৈরি করেছে।
-মো. মাসুম পারভেজ, গাইবান্ধা
ON/MRF