চাঁদপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদদের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও সিরাত সম্মেলন

চাঁদপুরে সিরাত সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় আয়োজিত এই সম্মেলন শনিবার (৩০ নভেম্বর) হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ প্রাঙ্গণে সকাল ৯টা থেকে শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।
সম্মেলনের সভাপতিত্ব করবেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের খতিব মুফতি আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব শাইখ হারুন ইজহার, শাইখুল হাদিস মুফতি জসিম উদ্দিন রাহমানী, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, সহকারী যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রিস নদভী এবং অন্যান্য বিশিষ্ট আলেমগণ।
এতে আরও অংশ নেবেন চাঁদপুর জেলা ও আশপাশের বিভিন্ন মাদরাসার মুহতামিম ও ওলামাগণ। হাজির হবেন বিশিষ্ট দাঈ ও লেখকগণ। এ আয়োজনের মাধ্যমে ইসলামের সিরাতুন্নবি (সা.) প্রচার এবং বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।
সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মুফতি খলিলুর রহমান জাফরী জানান, ‘চাঁদপুর জেলা সিরাত সম্মেলনে সর্বস্তরের ওলামা-মাশায়েখ, সুধী সমাজ ও তৌহিদি জনতার অংশগ্রহণ নিশ্চিত করার জন্য আমরা প্রস্তুত। আশা করছি এটি সফল হবে।’
সম্মেলনে বক্তারা সিরাতুন্নবি (সা.)-এর বিভিন্ন দিক এবং ইসলামের সামগ্রিক শিক্ষার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখবেন। সবার অংশগ্রহণ নিশ্চিত করতে আয়োজকরা সর্বস্তরের জনগণকে উদাত্ত আহ্বান জানিয়েছেন।
-মো. আব্দুর রহমান, হাজীগঞ্জ
ON/MRF