মাদারীপুরে কৃষকদলের আহ্বায়ক কমিটি ঘোষণা, র্যালি ও আনন্দ মিছিলের আয়োজন

মাদারীপুর সদর উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের ৩৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটির আহ্বায়ক হিসেবে মো. আবুল কালাম আজাদ এবং সদস্য সচিব হিসেবে এস এম সম্রাট (রোমান) কে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকাল ৪টায় নবগঠিত কমিটির সদস্য সচিব এস এম সম্রাট (রোমান)-এর নেতৃত্বে একটি র্যালি ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মাদারীপুর শহরের নতুন বাস টার্মিনাল থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইটেরপুলে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।
আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনায় কৃষক দলের সদস্য সচিব এস এম সম্রাট (রোমান) বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের মিথ্যা ও হয়রানি মূলক মামলার নিঃশর্ত মুক্তি দাবি করি এবং অবিলম্বে অন্তবর্তীকালীন সরকারের কাছে নির্বাচন দাবি করছি।’
এ সময় উপস্থিত ছিলেন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম বেপারী, যুগ্ম আহ্বায়ক মো. মোস্তফা সিকদার, যুগ্ম আহ্বায়ক মো. ইদ্রিস হাওলাদার, যুগ্ম আহ্বায়ক মো. সানাউল হক রিফাত, মো. সোহাগ বেপারী, সদস্য সচিব এস এম সম্রাট (রোমান) সহ অন্যান্য সদস্যরা।
মাদারীপুর সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক কমিটি অনুমোদন দেন জেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক অ্যাড অলিউর রহমান দর্জি ও সদস্য সচিব অহিদুজ্জামান খান অহিদ।
-ইসমাইল খান হৃদয়, মাদারীপুর
ON/MRF