মঠবাড়িয়ায় মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রী কলেজে নবীনবরণ ও সভাপতিকে সংবর্ধনা

পিরোজপুরের মঠবাড়িয়ায় মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ এবং কলেজ গভর্নিং বডির নবনির্বাচিত সভাপতি ড. মোহাম্মদ শফিকুল ইসলামের সংবর্ধনা আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং গীতা পাঠ করা হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তপন কুমার হালদার নবনির্বাচিত সভাপতিকে ফুল দিয়ে বরণ করেন। এছাড়া গভর্নিং বডির অন্যান্য সদস্যদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান কলেজের লেকচারার ফাতেমা তুজ যোহরা।
শুভেচ্ছা বক্তব্য শেষে সভাপতি ও সদস্যদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, শিক্ষকদের পরিচিতি এবং ছাত্রীদের পরিবেশিত দলীয় সংগীত অনুষ্ঠানে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে।
শিক্ষক ও অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন কাজী শাহনাজ নাজনীন, বদরুল আহসান শামীমসহ অন্যান্য শিক্ষক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ আর মামুন খান এবং বিদ্যোৎসাহী সদস্য অ্যাডভোকেট উম্মে সালমা।
গভর্নিং বডির সভাপতি ড. মোহাম্মদ শফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের সুশিক্ষিত করে তোলার জন্য কলেজ প্রশাসন ও গভর্নিং বডি একসঙ্গে কাজ করবে।’
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ধন্যবাদ জ্ঞাপন এবং সমাপনী বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তপন কুমার হালদার।
অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় বিকেলে। পরে বাংলাদেশ টেলিভিশন ও বেতারের শিল্পীদের পরিবেশনায় একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত সবাই।
-মো.মেহেদী হাসান, মঠবাড়িয়া
ON/MRF