গাইবান্ধায় যানজট নিরসনে হাইওয়ে পুলিশের কার্যকর পরিকল্পনা

পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই মূলমন্ত্রকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জে হাইওয়ে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকালে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উদ্যোগে থানা প্রাঙ্গণে এই সভা আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন।
সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী রাহেনুল ইসলাম জুয়েল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন পাতা, পরিবহন মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মালেক শাহিন, সহ-সভাপতি হারুন উর রশিদ, সড়ক সম্পাদক সাইফুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক শওকত জামান, মোহনা টিভির বগুড়া ব্যুরো প্রধান রাসেল কবির, সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ খান এবং সাধারণ সম্পাদক উজ্জ্বল হক প্রধান।
সভায় পরিবহন সেক্টরের শ্রমিক, মালিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন,
‘ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধা জেলার ৩২ কিলোমিটার একটি গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়ক। এই মহাসড়কে নিষিদ্ধ এবং ত্রুটিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি গোবিন্দগঞ্জ চারমাথা এলাকায় হাইওয়ে পুলিশ মোতায়েনের মাধ্যমে কার্যকরভাবে যানজট নিরসন করতে হবে।’
তিনি আরও বলেন, ‘ফাঁসিতলা, বালুয়া, কালিতলা ও কোমরপুরে ওভারব্রিজের নিচে অস্থায়ী দোকানপাট এবং অটো-ভ্যান স্ট্যান্ড স্থাপন করা যাবে না। এসব এলাকার শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত টহল চালানো হবে। কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য এবং স্থানীয় পরিবহন মালিক-শ্রমিকদেরও হাইওয়ে পুলিশের কার্যক্রমে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।’
অনুষ্ঠানের শুরুতে পুলিশ সুপারকে হাইওয়ে থানার চত্বরে ফুল দিয়ে বরণ করা হয় এবং পরে গার্ড অব অনার প্রদান করা হয়। থানা প্রাঙ্গণে তিনি একটি ফলজ বৃক্ষ রোপণ করেন।
-মো: জোবাইদুর রহমান (সাগর), গাইবান্ধা
ON/MRF