লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর খাবার তৈরির দায়ে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

লক্ষ্মীপুরে নোংরা পরিবেশে অস্বাস্থ্যকরভাবে খাবার তৈরির দায়ে একটি হোটেলসহ দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে পৌর শহরের কলেজ ও হাসপাতাল রোড এলাকায় অভিযান চালিয়ে রাজমহল হোটেল ও বিগবাইট রেস্তোরাঁকে যথাক্রমে ৫ হাজার টাকা করে জরিমানা করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
লক্ষ্মীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার মজিবুর রহমানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে লক্ষ্মীপুর পৌরসভার নিরাপদ খাদ্য পরিদর্শক আবদুল্লাহ হিল হাকিম উপস্থিত ছিলেন।
নিরাপদ খাদ্য পরিদর্শক মুহাম্মদ আবদুল্লাহ হিল হাকিম বলেন, ‘প্রতিষ্ঠানগুলোকে মেয়াদোত্তীর্ণ খাবার ও নোংরা পরিবেশে অস্বাস্থ্যকরভাবে খাবার তৈরির অভিযোগে জরিমানা করা হয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিত ও ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।’
মুকিতুর রহমান, লক্ষ্মীপুর
ON/MRF