ইসকন নিষিদ্ধের দাবিতে নোবিপ্রবিতে ছাত্রদের বিক্ষোভ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রধান ফটকে ভারতীয় এবং ইসরায়েলের জাতীয় পতাকা এঁকে প্রতিবাদ জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। শিক্ষার্থীদের দাবি, ভারত এবং ইসরায়েল তাদের সাম্রাজ্যবাদী নীতির মাধ্যমে আঞ্চলিক এবং ধর্মীয় সহিংসতা উসকে দিচ্ছে।
গত মঙ্গলবার চট্টগ্রামে হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের হামলায় নিহত আইনজীবী সাইফুল ইসলামের গায়েবানা জানাজা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুর ১টা ৪৫ মিনিটে এই জানাজা হয়।
আইনজীবী হত্যার প্রতিবাদে শিক্ষার্থীরা মিছিল করেন এবং ইসকন নিষিদ্ধের দাবি জানান। বিক্ষোভে শিক্ষার্থীরা দাবি করেন, ইসকন মসজিদে ভাঙচুর ও হত্যার মাধ্যমে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে দেশে অস্থিতিশীলতা তৈরি করছে। এজন্য তারা ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানান।
-মোহাম্মদ আলী আকবর, নোয়াখালী
ON/MRF