শহীদ অ্যাডভোকেট আলিফ হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্র সংগঠনের মিছিল
চট্টগ্রামে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ, ২৮ নভেম্বর, এই মিছিলটি মৌলভীবাজার শহরে অনুষ্ঠিত হয়।
২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতের সামনে উগ্র ইস্কনীদের হামলায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ নিহত হন। তাঁর হত্যার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই বিক্ষোভের আয়োজন করে।
মিছিলের নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মৌলভীবাজার সমন্বয়ক সুমন ভুঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন নাকিব আহমদ মাহি, জাকারিয়া ইমন, রুহুল আমিনসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা।
বিক্ষোভকারীরা অ্যাডভোকেট আলিফ হত্যার সুষ্ঠু বিচার এবং হামলার জন্য দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
-কামরান আলম, মৌলভীবাজার
ON/MRF