বাবুগঞ্জে টিউবওয়েল চুরি: স্থানীয়দের হাতে চোর আটক
বরিশালের বাবুগঞ্জে টিউবওয়েল চুরির ঘটনা নিয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার উত্তর রহমতপুর এলাকায় একাধিক বাড়ি থেকে ১১টি ডিপ টিউবওয়েলের মাথা চুরি হয়।
বুধবার সকাল ৬টার দিকে স্থানীয় কুদ্দুস নামের একজন চোরাই টিউবওয়েল নিয়ে যাওয়ার সময় সাওন খান নামের এক ব্যক্তিকে দেখতে পেয়ে বাঁধা দেন। এরপর এলাকাবাসী তাকে আটক করে। উত্তেজিত জনতা সাওন খানকে আটক করে ধোলাই দেয় এবং পরে এয়ারপোর্ট থানা পুলিশকে খবর দেয়।
এয়ারপোর্ট থানার ওসি জাকির সিকদার বলেন, ‘স্থানীয়রা চোরাই টিউবওয়েলসহ একজনকে ধরে পুলিশের নিকট হস্তান্তর করেছেন। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এয়ারপোর্ট থানার মামলা নম্বর-১২।’
উপজেলার স্থানীয় ইউপি সদস্য জিয়াদুল বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। অসুস্থ থাকায় ঘটনাস্থলে যেতে পারিনি।’
উল্লেখ্য, বাবুগঞ্জের বিভিন্ন এলাকায় সম্প্রতি স্কুলের ল্যাপটপ, ফ্যান, এবং ডিপ টিউবওয়েলের মাথা চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে।
– পারভেজ হাওলাদার, বাবুগঞ্জ
ON/MRF