ধানমন্ডি লেকে নির্মাণ হবে ‘বিদ্রোহী চত্বর’

রাজধানীর ধানমন্ডি লেকে নির্মাণ করা হচ্ছে রেবেল স্কয়ার বা বিদ্রোহী চত্বর। ৬০ কাঠা জমির ওপর এই চত্বরের একটি নকশাও চূড়ান্ত হয়েছে। কবি নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
বুধবার সচিবালয়ে এক সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সেখানে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
লতিফুল ইসলাম শিবলী বলেন, আমরা তিন মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে এ বিষয়ে মিটিং করেছি। সিটি করপোরেশনের কর্মকর্তাও ছিলেন। সবাই মিলে সিদ্ধান্ত হয়েছে খুব তাড়াতাড়ি আমরা কবি নজরুলের বিদ্রোহী চেতনা এবং ২৪-এর গণঅভ্যুত্থানের দ্রোহের চেতনাকে এক করে নির্মাণ করতে যাচ্ছি ‘বিদ্রোহী চত্বর’, যার ইংরেজি নাম হবে ‘রেবেল স্কয়ার’।
তিনি বলেন, এই বিদ্রোহী চত্বর আমাদের তরুণদের বার বার স্মরণ করিয়ে দেবে– ব্রিটিশ থেকে ভারতীয় সাম্রাজ্যবাদ, কেউ আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। ইতোমধ্যে আমরা একটি নকশাও করেছি, শিগগিরই কাজ শুরু হবে।
ধানমন্ডি আবাসিক এলাকার ১৩/এ এবং ৮/এ রোড সংলগ্ন লেকের পাড়ে হবে এই ‘বিদ্রোহী চত্বর’। চত্বরের নকশা করেছেন অধ্যাপক রফিক আজম। এ প্রকল্পের বাস্তবায়ন ও তত্ত্বাবধান করবে নজরুল ইন্সটিটিউট।
সূত্র : সমকাল
on/abr