সুনামগঞ্জ স্টেডিয়ামে জমজমাট কুস্তি প্রতিযোগিতা
সুনামগঞ্জে আন্তঃউপজেলা কুস্তি প্রতিযোগিতা শুরু হয়েছে। জেলার পাঁচটি উপজেলা কুস্তি দল এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং জেলা কুস্তি অ্যাসোসিয়েশনের সহযোগিতায় প্রতিযোগিতাটি উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপসচিব ও জেলা কুস্তি অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মো. শাহনূর আলম। সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আব্দুল্লাহ আল নোমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য নূরুল ইসলাম সাজু। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য নাদীর আহমদ, সাধারণ সম্পাদক মো. আল আমিন এবং জেলা কৃষক দলের আহ্বায়ক মো. আনিসুল হক।
প্রতিযোগিতার প্রথম খেলায় সকাল দশটায় তাহিরপুর উপজেলা বনাম জামালগঞ্জ উপজেলা দল প্রতিদ্বন্দ্বিতা করে। দ্বিতীয় খেলা বেলা সাড়ে এগারোটায় বিশ্বম্ভরপুর উপজেলা বনাম সদর উপজেলা এবং তৃতীয় খেলা দুপুর সাড়ে বারোটায় শান্তিগঞ্জ উপজেলা বনাম তাহিরপুর বা জামালগঞ্জ উপজেলা দলের মধ্যে অনুষ্ঠিত হবে।
চূড়ান্ত খেলা শুরু হবে দুপুর দেড়টায়। এতে প্রতিদ্বন্দ্বিতা করবে জাম দল বনাম কাঁঠাল দল।
-জাকারিয়া আহমদ, সুনামগঞ্জ
ON/MRF