মাদারীপুরে ইউপি সদস্য হত্যা মামলায় আপন দুই ভাই গ্রেফতার

মাদারীপুর সদর উপজেলার দুধখালীর এওজ এলাকার ইউপি সদস্য মহসিন আকন হত্যা মামলার প্রধান আসামি হুমায়ুন মুন্সি (৫৫) ও তার ভাই শাহিন মুন্সি (৫২) কে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-০১) গ্রেফতার করেছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) ঢাকার মিরপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হুমায়ুন ও শাহিন মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের মৃত রশিদ মুন্সির ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আমিনুল জানান,
‘মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মহসিন আকন হত্যা মামলার এজাহারভুক্ত ১ নং আসামি হুমায়ুন মুন্সি ও ৯ নং আসামি শাহিন মুন্সিকে র্যাব-১ গ্রেফতার করেছে। তাদের মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।’
মামলা সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গত ৫ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে এলাকার একটি বাজারে চায়ের দোকানে চা পানের সময় মহসিন আকনের উপর হামলা চালানো হয়। এসময় প্রধান আসামি হুমায়ুন মুন্সি ও তার সহযোগীরা রামদা, ছুরি, লোহার রড, হকিস্টিক এবং বাঁশের লাঠি দিয়ে মহসিনের ওপর আক্রমণ করে। এতে গুরুতর জখম হয়ে মহসিনের পেটের নাড়িভুঁড়ি বের হয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। চিকিৎসাধীন অবস্থায় গত ৮ সেপ্টেম্বর ঢাকায় মহসিন আকন মারা যান।
ঘটনার পরদিন (৯ সেপ্টেম্বর) মহসিন আকনের মেয়ে মারিয়া আক্তার বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে মাদারীপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গ্রেফতার হওয়া দুই আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
-ইসমাইল খান হৃদয়, মাদারীপুর
ON/MRF