আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে বরগুনায় বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত
আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে আজ (২৭ নভেম্বর) বরগুনায় বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। বৈষম্যবিরোধী ছাত্রদের আয়োজনে এই কর্মসূচি বিকেলে বরগুনা সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়। মিছিলটি বরগুনার প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় সদরঘাট জামে মসজিদে সমাবেশে পরিণত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ‘ইসকন একটি জঙ্গিবাদী সংগঠন। চিন্ময় কৃষ্ণ দাস এবং ইসকনের অনুসারীরা আওয়ামী লীগের সহযোগিতায় বাংলাদেশকে অস্থিতিশীল করতে এসব কর্মকাণ্ড চালাচ্ছে। হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।’
বক্তারা দ্রুত সময়ের মধ্যে সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার দাবি করেন।
পরে, আসরের নামাজের পর সদরঘাট মসজিদ প্রাঙ্গণে আইনজীবী আলিফের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
– সানাউল্লাহ রেজা শাদ, বরগুনা
ON/MRF