রাষ্ট্রীয়ভাবে বাউল দিবসের স্বীকৃতি দাবি

রাষ্ট্রীয়ভাবে বাউল দিবস পালন ও স্বীকৃতির দাবিতে পদযাত্রা ও স্মারকলিপি দিয়েছে ময়মনসিংহে জেলা বাউল সমিতি।
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দেন তারা। এর আগে নগরীর বুড়াপীর মাজারের সামনে থেকে আধ্যাত্মিক গানে গানে মানবতার জন্য পদযাত্রা করেন বাউল শিল্পীরা।
পদযাত্রা শেষে বিভিন্ন জেলা থেকে আগত শিল্পীরা ময়মনসিংহ নগরীতে অবস্থিত এশিয়ান সংগীত জাদুঘরে বাউল গান পরিবেশন করেন।
সমিতির সাধারণ সম্পাদক বাউল শিল্পী রেজাউল করিম আসলাম জাগো নিউজকে বলেন, বাউল গান শুধু গান নয়, এটি মনের প্রশান্তি হিসেবে কাজ করে। বাউল গানে যেমন রয়েছে প্রশান্তি, তেমনি রয়েছে আধ্যাত্মিকতা ও মানবতার প্রেম।
সূত্র: জাগোনিউজ ২৪
ON/ORNB