রাজবাড়ীর পাংশায় একইদিনে দুটি ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজবাড়ীর পাংশা উপজেলায় একদিনে গলায় ফাঁস দিয়ে দুইজন আত্মহত্যা করেছে। বুধবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার কলিমহর ইউনিয়নে এবং দুপুরে বাহাদুরপুর ইউনিয়নে এই দুটি ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন, কলিমহর ইউনিয়নের বসা-কুষ্টিয়া গ্রামের মো. লিয়াকত আলির স্ত্রী শিল্পী বেগম (৪২) এবং বাহাদুরপুর ইউনিয়নের ডাঙ্গীপাড়া গ্রামের মৃত বিলায়েত আলী বিশ্বাসের ছেলে মো. রিয়াজ উদ্দিন বিশ্বাস (৬৬)।
শিল্পী বেগমের দেবর জানান, ‘সকালে আমরা কাজের জন্য বাইরে ছিলাম। এক প্রতিবেশী পান খেতে এসে দেখতে পায়, শিল্পী বেগম ঘরের আরার সাথে ওড়না পেঁচিয়ে ঝুলে আছেন। আমাদের খবর দিলে আমরা এসে মরদেহ মাটিতে নামাই।’
অন্যদিকে, রিয়াজ উদ্দিন বিশ্বাসের ছেলে রাসেল বলেন, ‘দুপুরে বাড়িতে কেউ ছিল না। আমি নদীর চরে কাজ করতে যাই। হঠাৎ শুনি, আমার বাবা রান্নাঘরের আরার সাথে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। আমার নয় বছরের মেয়ে প্রথমে দেখতে পেয়ে চিৎকার করলে আশেপাশের লোকজন এসে গামছা কেটে তাকে নিচে নামায়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, তিনি আগেই মারা গেছেন।’
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন বলেন, ‘আমরা খবর পেয়ে কলিমহর ইউনিয়ন এবং বাহাদুরপুর ইউনিয়নে ঘটনাস্থলে যাই। দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ি সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।’
ON/MRF