ঝালকাঠিতে সরকারি মূল্যে তেল বিক্রিতে কারসাজি, দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
ঝালকাঠিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে গঠিত বিশেষ টাস্কফোর্সের টিম অভিযান চালিয়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ২ লাখ ১ হাজার টাকা জরিমানা করেছে। বুধবার (২৭ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।
অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবিরুল ইসলাম। এ সময় বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা, কৃষি বিপণন কর্মকর্তা টি,এম, মাহবুবুল হাসান উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবিরুল ইসলাম জানান, একটি প্রতিষ্ঠানে ১৬৭ টাকার সরকার নির্ধারিত মূল্যের তেল ২০০ টাকায় বিক্রি করা হচ্ছিল এবং প্রায় ১৭ লাখ টাকার তেল মজুদ ছিল। এসব তেল উৎপাদনকারীর সঙ্গে যোগসাজশে মূল্য কারসাজি করা হচ্ছিল। এছাড়া ভুয়া ভাউচার প্রদর্শন, বিপুল পরিমাণ ভেজাল শিশু খাদ্য মজুদ রাখা, বোতলজাত তেল ভেঙে খোলা তেল হিসেবে বেশি দামে বিক্রি করা এবং প্রসিদ্ধ কোম্পানির মোড়ক তৈরি করে পোলাও চাল নিজে মোড়কজাতকরণ করা হচ্ছিল। এ কারণে ২ লাখ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যে তেল বিক্রির মুচলেকা নেওয়া হয় এবং শিশুখাদ্য গুলো জব্দ করা হয়।
আরেকটি প্রতিষ্ঠানে বারবার বলা সত্ত্বেও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা করায় ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে বিশেষ টাস্কফোর্স টিমের এ অভিযান অব্যাহত থাকবে।
-মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি
ON/MRF