জলঢাকায় আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে বিক্ষোভ, ইসকন নিষিদ্ধের দাবি
জলঢাকায় আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র, সাধারণ শিক্ষার্থী ও জনতা। এসময় তারা হিন্দুদের সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিও জানান।
বিক্ষোভকারীরা বলেন, ‘ইসকন দেশকে অস্থিতিশীল করতে চাইছে। গত কয়েকদিন তারা দেশের বিভিন্ন স্থানে অরাজকতা তৈরির চেষ্টা করছে, এটা প্রতিহত করতে হবে। ইসকন যৌথভাবে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের বাড়িতে হামলা ও লুটপাট করতে পারে, তাই সবাইকে সজাগ থাকতে হবে।’
বুধবার (২৭ নভেম্বর) বিকেলে স্থানীয় শহীদ মিনার চত্বর থেকে প্রতিবাদ কর্মসূচি শুরু হয় এবং প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্ট চত্বরে এসে আলোচনার মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভকারীরা বলেন, ‘ইসকনের হামলায় আদালত চত্বরে আইনজীবী সাইফুল ইসলামের মৃত্যু হয়েছে। তাদের এই হত্যাকাণ্ড মনে করিয়ে দেয় ইসকন একটি জঙ্গি সংগঠন।’
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ বিন ফাহিম, জলঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক আবু সাইদ সাকিল, শিবিরের আব্দুল্লা আল নাসির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আল তামিয়াত নিশান, আসাদুজ্জামান পিয়াস, শিক্ষক ওবায়দুল্লাহ মোছাব্বিহান, রক্সি, সহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ।
-মাজেদুল ইসলাম, জলঢাকা
ON/MRF