পিলখানা হত্যাকাণ্ডের সঠিক তদন্তের দাবিতে কুড়িগ্রামে বিজিবি সদস্যদের মানববন্ধন
কুড়িগ্রামে পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং চাকরিচ্যুত বিজিবি সদস্যদের চাকরিতে পুনর্বহাল করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কুড়িগ্রাম বিজিবি কল্যাণ পরিষদ এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিদ্রোহের নামে যে প্রহসনের বিচার হয়েছে, তাতে ১৮,৫১৯ জন বিজিবি সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় এবং চাকরিচ্যুত করা হয়। প্রায় ৮০০ বিজিবি সদস্য বর্তমানে কারাগারে আটক আছেন এবং তারা মৃত্যুর প্রহর গুনছেন। বক্তারা তাদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও চাকরিতে পুনর্বহাল করার দাবি জানান।
বিজিবি সদস্য আখের আলী বলেন,
‘অনেকে নিরপরাধ থেকেও চাকরিচ্যুত হয়েছেন। এখনো প্রায় ৮০০ বিজিবি সদস্য কারাগারে আছেন। তাদেরকে নিঃশর্ত মুক্তি দিয়ে চাকরিতে পুনর্বহাল করা হোক।’
হোসেন আরা হ্যাপি বলেন, ‘আমার বাবা পিলখানা হত্যাকাণ্ডে জড়িত না থেকেও তিন বছর কারাগারে ছিলেন। পরবর্তীতে তিনি মৃত্যুবরণ করেন। আমি দেখেছি, এই ঘটনার কারণে তিনি কতটা কষ্ট পেয়েছিলেন এবং সামাজিকভাবে কতটা হেয় হয়েছেন। আমি চাই না, আমার বাবার মতো আর কোনো বিজিবি সদস্য বিনা অপরাধে সাজা ভোগ করুক। তাদের সকলের চাকরি ফিরিয়ে দেওয়া হোক।’
এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন চাকরিচ্যুত বিজিবি সদস্য মো. আখের আলী, মো. নুরুজ্জামান হক, মোস্তফা কামাল, আজাদ আলী, এবং অন্যান্য বিজিবি সদস্যের পরিবারের সদস্যরা।
-জাহিদ খান, কুড়িগ্রাম
ON/MRF