সুনামগঞ্জে ইজারা পদ্ধতি বাতিলের দাবিতে বারকি শ্রমিকদের বিক্ষোভ ও সমাবেশ
সুনামগঞ্জে বারকি শ্রমিক সংঘের উদ্যোগে বালি-পাথর মহালে ইজারা পদ্ধতি বন্ধ এবং সরকারিভাবে ক্রয়কেন্দ্র চালুর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলার জিনারপুর বাজারে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা বারকি শ্রমিক সংঘের সভাপতি নাছের মিয়া। সহ-সভাপতি মো. সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনডিএফ-এর সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি রত্নাংকুর দাশ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সুকেন্দু তালুকদার মিন্টু এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ছদরুল। এছাড়াও বক্তব্য রাখেন বারকি শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক ফরিদ মিয়া।
বক্তারা বলেন, ‘সুনামগঞ্জে খনিজ সম্পদ লুটপাটের মূল কারণ ইজারা পদ্ধতি। নদী ইজারা দেওয়ার মাধ্যমে ইজারাধারীরা এককভাবে আধিপত্য বিস্তার করছে, যা সাধারণ শ্রমিকদের অধিকার কেড়ে নিচ্ছে। ইজারা পদ্ধতি আসলে লুটপাটের লাইসেন্স।’
তারা আরও বলেন, ‘সরকারের কাছে আমাদের দাবি, ভবিষ্যতে বালি-পাথর মহাল ইজারা পদ্ধতির পরিবর্তে সরকার নিজস্ব ব্যবস্থায় রাজস্ব আদায় করবে। অতীতে টোকেন পদ্ধতিতে রাজস্ব আদায়ের যে প্রক্রিয়া ছিল, তা পুনরায় চালু করা হোক। এছাড়া, শ্রমিকদের নির্বিঘ্নে কাজ করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।’
বারকি শ্রমিকরা তাদের স্লোগানে বলেন, ‘সৎ, সংগ্রামী, আপসহীন, শ্রেণি সচেতন নেতৃত্বে ঐক্যবদ্ধ হোন, আওয়াজ তুলুন, নিজ হাতে বালি-পাথর তুলে যে, বালি-পাথর মহালের মালিক সে।’
-জাকারিয়া আহমদ, সুনামগঞ্জ
ON/MRF