পিলখানা হত্যাকাণ্ডের সঠিক তদন্তের দাবিতে সুনামগঞ্জে বিজিবি সদস্যদের মানববন্ধন
২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, নিরপরাধ জেলবন্দি বিজিবি সদস্যদের মুক্তি এবং চাকুরিচ্যুত সকল বিজিবি সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে সুনামগঞ্জ জেলা বিজিবি কল্যাণ পরিষদ।
বুধবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সমন্বয়ক বশির আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন পরিষদের সমন্বয়ক আব্দুল কাদির, শরিফ আহমদ, আব্দুল মান্নানসহ ভুক্তভোগী বিজিবি সদস্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারির পিলখানা হত্যাকাণ্ড পরিকল্পিত। এই ঘটনার জেরে নিরপরাধ বিজিবি সদস্যদের নামে মামলা দিয়ে জেলে বন্দি রাখা হয়েছে। অনেককে অন্যায়ভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।’
তারা আরও বলেন, ‘আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিরপরাধ জেলবন্দিদের মুক্তি চাই। এছাড়া অন্যায়ভাবে চাকরিচ্যুত সকল সদস্যকে পুনরায় চাকরিতে বহাল করার দাবি জানাই।’
বক্তারা সরকারের কাছে তাদের দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
-জাকারিয়া আহমদ, সুনামগঞ্জ
ON/MRF