শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মঠবাড়িয়া কলেজে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
মঠবাড়িয়া সরকারি কলেজে জুলাই গণঅভ্যুত্থান এবং বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কলেজের একাডেমিক ভবনের অডিটোরিয়ামে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা। তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান আমাদের ইতিহাসের অন্যতম একটি অধ্যায়। শহীদদের আত্মত্যাগ আমাদের ন্যায়বিচার ও মানবাধিকারের পথে অগ্রসর হতে উৎসাহিত করে।’
আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রভাষক মো. রাজু আহমেদ, প্রভাষক রফিকুল ইসলাম এবং প্রভাষক আল আমিন সরোয়ার। বক্তারা বৈষম্যবিরোধী আন্দোলনের তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি এবং উপস্থিত বক্তৃতার মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
-মো. মেহেদী হাসান, পিরোজপুর
ON/MRF