জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে নাগেশ্বরীতে সভা অনুষ্ঠিত
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা প্রশাসনের আয়োজনে ২৭ নভেম্বর, বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জুলাই-আগষ্ট ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে শহিদ পরিবারের সদস্য ও আন্দোলনে আহতদের পরিবারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. শহিদুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান মিজান, এবং স্থানীয় রাজনৈতিক, সামাজিক, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপজেলার ছাত্র সমন্বয়ক রাকীবুল ইসলাম রাকীব ও মো. বরাতুল ইসলাম স্মরণসভার সূচনা বক্তব্য প্রদান করেন। শহিদদের স্মরণে বক্তারা বলেন, ‘তাদের আত্মত্যাগের উদ্দেশ্য ও লক্ষ্য যেন দেশের সর্বস্তরে বাস্তবায়িত হয়, সে চেষ্টা আমাদের অব্যাহত রাখতে হবে।’
স্মরণসভায় জুলাই-আগষ্ট গণ অভ্যুত্থানে শহিদ মো. রাশেদুল ইসলাম (রাশেদ) ও শহিদ গোলাম রব্বানীর পরিবারের সদস্যদের প্রতি আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, জামায়াতে ইসলামী নাগেশ্বরীর আমীর মাওলানা মো. আব্দুল মান্নান, নাগেশ্বরী প্রেস ক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফি, এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
নাগেশ্বরী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও সিব্বির আহমেদ বলেন, ‘শহিদদের স্মৃতিকে ধরে রাখার জন্য আমরা সবাই একসঙ্গে কাজ করব এবং তাদের আত্মত্যাগের মূল্যায়ন নিশ্চিত করব।’
-জাহিদ খান, কুড়িগ্রাম
ON/MRF