রাজবাড়ীর পাংশায় পানিতে ডুবে নারীর মৃত্যু
রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই ইউনিয়নে পানিতে ডুবে মোছা. মাজেদা খাতুন (২৬) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। মৃত মাজেদা যশাই গ্রামের জাবেদ সরদারের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল থেকেই মাজেদাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তিনি ছোটবেলা থেকে মৃগী রোগে আক্রান্ত এবং মানসিক প্রতিবন্ধী ছিল। পরিবারের সদস্যরা বাড়ির আশপাশে অনেক খোঁজাখুঁজির পর পাশের পুকুরপাড়ে তার পায়ের স্যান্ডেল দেখতে পান। এরপর পুকুরে খোঁজ শুরু করলে সন্ধ্যার আগেই তার মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে পাংশা মডেল থানার পুলিশ জানায়, ‘আমরা খবর পেয়েছি যশাই ইউনিয়নে এক নারীর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে আমাদের একটি টিম রয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’
-আল আমিন হোসেন, রাজবাড়ী
ON/MRF