কলেজের সমস্যার সমাধানে আলোচনার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, কলেজের সমস্যাগুলো আলোচনা করে সমাধান করা উচিত। তিনি বলেন, ‘কেউ রাস্তায় নামার প্রয়োজন নেই। রাস্তা ব্লক না করে সোহরাওয়ার্দী উদ্যানে এসেও দাবি জানানো যেতে পারে। তাদের প্রতিনিধি গিয়ে আমাদের সঙ্গে আলোচনায় বসতে পারে।’ মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুরে মাটিয়ান হাওর পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জেনারেল চৌধুরী আরও বলেন, ‘আমরা চাই না ছাত্র ভাইদের কঠোরভাবে দমন করতে। আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের চেষ্টা করছি। যারা আন্দোলন করছে, তারা আমারই ভাই। কার ওপর কঠোর হবো?’ তিনি ছাত্র প্রতিনিধিদের নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমেও সমস্যার সমাধান খুঁজে বের করার পরামর্শ দেন।
হাওরের কৃষি প্রসঙ্গে তিনি বলেন, কৃষকরা যেন উপযুক্ত মূল্য পান এবং কোনো মধ্যস্বত্বভোগী যেন সুবিধা নিতে না পারে, সেটি নিশ্চিত করতে সংশ্লিষ্টরা কাজ করছেন।
পরিদর্শনে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন খান, পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মামুন হাওলাদার এবং সুনামগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমন দোজ্জা।
-জাকারিয়া আহমদ, সুনামগঞ্জ
ON/MRF