নাগেশ্বরীতে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে র্যালি ও দোয়া মাহফিল
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানায় আজ, ২৬ নভেম্বর, কচাকাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে এবং আহতদের সুস্থতা কামনায় র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিতে বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
র্যালিটি কচাকাটা হাইস্কুল মাঠ থেকে শুরু হয়ে সরকারি হাসপাতাল এবং কচাকাটা বাজার প্রদক্ষিণ করে। এ কর্মসূচির নেতৃত্ব দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নুরুজ্জামান কবীর এবং তার সঙ্গে ছিলেন সহকারী শিক্ষকবৃন্দ।
র্যালি শেষে বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের অংশগ্রহণে কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, ধর্মীয় সংগীত, হামদ ও নাত পরিবেশিত হয়।
পরে, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
-জাহিদ খান, নাগেশ্বরী
ON/MRF