চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের প্রতিবাদে নাগেশ্বরীতে ঝটিকা মিছিল
কুড়িগ্রামের নাগেশ্বরীতে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের প্রতিবাদে ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে ২৫ নভেম্বর রাত ৮টায় গ্রেফতারের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়।
পূজা উদ্যাপন যুব পরিষদের উদ্যোগে আয়োজিত মিছিল শেষে একটি পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা বলেন, ‘চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতার একটি গভীর ষড়যন্ত্রের অংশ। তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে। অন্যথায় দেশব্যাপী বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।’
তারা আরও বলেন, ‘দেশ আমার, আমরা এই দেশের অবিচ্ছেদ্য অংশ। আমাদের নিশ্চিহ্ন করার যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে আমরা একতাবদ্ধ। আমাদের আন্দোলন চালিয়ে যাবো।’
বক্তারা দ্রুত এ বিষয়ে সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।
– জাহিদ খান, কুড়িগ্রাম
ON/MRF