বরগুনায় অটোরিকশা চালকদের ধর্মঘট ও মানববন্ধন: জেলা প্রশাসকের হস্তক্ষেপে সমাধানের আশ্বাস
বরগুনায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধের প্রতিবাদে মানববন্ধন ও ধর্মঘট করেছে চালক ও মালিক সমিতি। রবিবার (২৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, মহাসড়কসহ নির্ধারিত রুটে অটোরিকশা চলাচলে বাসমালিক সমিতি বাধা সৃষ্টি করছে। চালকরা জানান, বাসমালিক সমিতির কিছু সদস্য তাদের হয়রানি করছে, গাড়ির চাকা ফুটো করা, অপমান করা এবং টাকার দাবিসহ নানা ধরনের নির্যাতনের শিকার হতে হচ্ছে।
অটোরিকশা চালক জসিম উদ্দিন বলেন,
‘বাসমালিক সমিতির জ্বালায় গাড়ি চালাইতে পারি না। গাড়ির চাকা ফুটা করে, অপমান করে। মাঝে মাঝে টাকাও দাবি করে। সমিতির পালিত কিছু বাহিনী রাস্তায় টহল দেয়।’
অটোরিকশা মালিক সমিতির আহ্বায়ক এনামুল মোর্শেদ ফোরকান জানান, ‘জেলা প্রশাসকের সঙ্গে দেখা করেছি। তার কাছে লিখিত অভিযোগ দিয়েছি। তিনি ৫ ডিসেম্বর পর্যন্ত সকল রাস্তা উন্মুক্ত করে দিয়েছেন। ওইদিন বাসমালিক সমিতি ও অটোমালিক সমিতির সঙ্গে বসে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।’
তবে শহরের রাস্তায় এবং মহাসড়কে অটোরিকশার সংখ্যা ও নিয়ন্ত্রণ নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে। যাত্রী রাকিবুল ইসলাম রাজন বলেন, ‘শহরে চলাচল করতে অটোরিকশা দরকার। তবে সেটা নিয়ন্ত্রিত থাকতে হবে। শহরের জায়গা অনুযায়ী অটোরিকশা বেশি হয়ে গেছে। মহাসড়কে অটোরিকশার নিয়ন্ত্রণ দরকার, না হলে দুর্ঘটনার আশঙ্কা থাকে।’
এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘সমস্যা নিরসনের জন্য ৫ ডিসেম্বর পর্যন্ত সকল রাস্তার মুক্ত করে দেওয়া হয়েছে। বাসমালিক সমিতি ও অটোরিকশা মালিক সমিতির সঙ্গে বৈঠক করে সমস্যা সমাধানের চেষ্টা করব। সরকার অটোরিকশা অবৈধ করলে, তখন আদেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
-সানাউল্লাহ রেজা শাদ, বরগুনা
ON/MRF