মাদারীপুরের ডাসারে উপজেলা কৃষক দলের নতুন কমিটি ঘোষণা, নবগঠিত কমিটির আনন্দ মিছিল
মাদারীপুরের ডাসার উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. আরিফ বিল্লাহ’র নেতৃত্বে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ, সোমবার (২৫ নভেম্বর) বিকেলে ডাসার উপজেলা কৃষক দলের নবগঠিত কমিটির সদস্য সচিব আরিফ বিল্লাহ’র নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ ডাসার পুরান থানা মোড় বিএনপির দলীয় কার্যালয়ে পৌঁছায়। সেখানে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়, পরে মিষ্টি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক টিটু শেখ, যুগ্ম আহ্বায়ক মাহবুব হাওলাদার সহ অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এ ব্যাপারে জানা যায়, গত ২০ নভেম্বর ডাসার উপজেলা কৃষক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে মীর হোসেনকে আহ্বায়ক এবং আরিফ বিল্লাহকে সদস্য সচিব করা হয়। কমিটিতে মোট ২০ সদস্যের নাম ঘোষণা করা হয়। এ কমিটি ঘোষণা করেন মাদারীপুর জেলা কৃষক দলের আহ্বায়ক অ্যাড. অলিউর রহমান দর্জি ও সদস্য সচিব অহিদুজ্জামান খান।
– ইসমাইল খান হৃদয়, মাদারীপুর
ON/MRF