নাগেশ্বরী পৌরসভায় নেই উন্নয়নের ছোঁয়া, সড়ক ও সেবায় চরম অগ্রগতির অভাব
নাগেশ্বরী পৌরসভা, কুড়িগ্রাম জেলার একটি গুরুত্বপূর্ণ পৌরসভা হিসেবে প্রতিষ্ঠিত হলেও এখানে আজ পর্যন্ত তেমন কোনো উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। নাগেশ্বরী পৌর এলাকার সাধারণ মানুষ অভিযোগ করছেন যে, পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে তারা তেমন কোনো উন্নয়ন প্রকল্পের সুফল পায়নি। স্থানীয় বাসিন্দাদের মতে, পৌরসভা হওয়ার পরেও সড়ক, পানি সংস্থান, ড্রেনেজ ব্যবস্থা এবং বর্জ্য ব্যবস্থাপনা সবকিছুই যথাযথভাবে উন্নত হয়নি।
নাগেশ্বরী পৌরসভায় রাস্তা ও সড়কের অবস্থা অত্যন্ত খারাপ। পৌরসভার ৪ নং ওয়ার্ডের সড়কগুলো চলাচলের অনুপযোগী। বিশেষ করে বাজার রোড থেকে নাগেশ্বরী উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ডি এম একাডেমি যাওয়ার রাস্তা সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি জমে যায়। সরকারি বালিকা বিদ্যালয়ে যাওয়ার রাস্তা এমনই করুণ যে গণপরিবহন সেখানে যাতায়াত করতে চায় না। এছাড়া ৫ নং ওয়ার্ডের হাসপাতাল থেকে উপজেলা চত্বর, বিদ্যুৎ পাড়া মোড় থেকে আদর্শ বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন রাস্তার অবস্থা চরম বেহাল।
পৌর এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের একটি প্রকল্প প্রায় ৫ কোটি টাকায় শুরু হলেও তা আজ ৪ বছর ধরে স্থবির হয়ে রয়েছে। ড্রেনেজ ব্যবস্থা অপরিকল্পিতভাবে নির্মিত হওয়ায় সেগুলি ভঙ্গুর এবং সঠিকভাবে কার্যকরী না হওয়ায় বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়।
বর্জ্য ব্যবস্থাপনায়ও পৌর কর্তৃপক্ষের অবহেলা রয়েছে। রাস্তা ও জনবহুল এলাকায় ময়লার স্তূপ জমে থাকার কারণে দুর্গন্ধ ও স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, পৌর কর্তৃপক্ষ তাদের দাবিগুলোর প্রতি উদাসীন, এবং বাজেট বরাদ্দ সঠিকভাবে ব্যবহার না হওয়ায় নাগরিক সেবার মানও উন্নত হচ্ছে না।
পৌরসভা পরিষ্কার ও জনবান্ধব করে গড়ে তোলার জন্য সুধীজনরা রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা দ্রুত সংস্কারের পরামর্শ দিয়েছেন। এছাড়া, বিশুদ্ধ পানির জন্য উন্নত প্রকল্প গ্রহণ এবং বর্জ্য অপসারণের আধুনিক পদ্ধতি চালুর কথাও জানিয়েছেন তারা।
পৌরসভা কর্তৃপক্ষের কার্যকরী উদ্যোগের মাধ্যমে নাগরিক দুর্ভোগের সমাধান সম্ভব বলে তারা মনে করেন।
নাগেশ্বরী পৌরসভা ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়, এটি ৮ জুলাই প্রতিষ্ঠিত হয়ে ৪২ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত।
নাগেশ্বরী পৌরসভার উন্নয়ন সময়ের দাবি। কর্তৃপক্ষের সদিচ্ছা ও কার্যকরী উদ্যোগ ছাড়া নাগরিক দুর্ভোগের সমাধান সম্ভব নয়। জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
-জাহিদ খান, কুড়িগ্রাম
ON/MRF