ঝালকাঠিতে বাগান থেকে এক নারীর রহস্যজনক মরদেহ উদ্ধার
ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের দশনাকান্দা গ্রামে এক নারীর রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২৫ নভেম্বর) সকাল ৯টায় বিধবা আয়শা বেগম (৫৫) নামের ওই নারীর মৃতদেহ একটি বাগান থেকে উদ্ধার করা হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
আয়শা বেগমের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে এবং ১২ বছর আগে তার স্বামী রশিদ শরিফের মৃত্যু হয়। নিহতের পরিবারের অভিযোগ, আয়শা বেগমের সাথে তার চাচাতো শ্বশুর মালেক শরিফ ও একই বাড়ির জব্বার আলীর সাথে জমি নিয়ে পূর্ব বিরোধ ছিল। এই কারণে তারা বাড়িতে একা পেয়ে আয়শা বেগমকে বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে অন্য একটি বাড়ির বাগানে নিয়ে গিয়ে হত্যা করে এবং মরদেহ সেখানে ফেলে রাখে।
নিহত নারীর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে তার জিহ্বা বের হয়ে ছিল এবং দুই চোখ থেকে রক্ত ঝরছিল। পরিবারের দাবি, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
-মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি
ON/MRF