চাঁদপুরের কচুয়ায় ২ কোটি টাকার ব্রিজে উঠতে হয় বাঁশ-কাঠের মই দিয়ে!
চাঁদপুরের কচুয়া উপজেলার কাদিরখিল-প্রসন্নকাপ সুন্দরী খালের ওপর ২ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ব্রিজটি সংযোগ সড়ক না থাকায় জনগণের কোনো কাজে আসছে না। বছর খানেক আগে নির্মাণ কাজ শেষ হলেও দুই পাড়ের সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। ফলে, ওই এলাকার মানুষকে বাঁশ ও কাঠের মই ব্যবহার করে ব্রিজ পারাপার করতে হচ্ছে।
প্রায় ১০টি গ্রামের কয়েক হাজার মানুষ, বিশেষ করে শিক্ষার্থীরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই ব্রিজ পারাপার করছেন। এলাকার লোকজন জানিয়েছেন, সংযোগ সড়ক না থাকায় ব্রিজটি তাদের কোনো কাজে আসছে না।
স্থানীয় বাসিন্দারা জানান, ‘দীর্ঘদিন পর ব্রিজ নির্মাণ হলেও এটি কোনো কাজে লাগছে না। বাঁশের মই ব্যবহার করে উঠানামা করতে গিয়ে অনেকেই আহত হয়েছেন। আমরা দ্রুত সংযোগ সড়ক নির্মাণের দাবি জানাই।’
একজন শিক্ষার্থী বলেন, ‘প্রতিদিন স্কুলে যাওয়া-আসার সময় বাঁশের মই দিয়ে ব্রিজে উঠতে গিয়ে অনেক কষ্ট করতে হয়। কয়েকবার পড়ে গিয়ে আহতও হয়েছি। আমরা চাই সংযোগ সড়ক দ্রুত তৈরি হোক।’
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আলমগীর হোসেন জানান, ‘সংযোগ সড়কে মাটি ভরাট না করায় ব্রিজটি কার্যকর হয়নি। ঠিকাদারের গাফলতির কারণে মানুষের ভোগান্তি বাড়ছে।’
ইউপি সদস্য মো. শাহজাহাল সিকদার বলেন, ‘সংযোগ সড়ক নির্মাণের জন্য ঠিকাদারকে বারবার তাগিদ দেওয়া হলেও কাজ এখনো শুরু হয়নি। মানুষের দুর্ভোগ কমাতে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।’
এ বিষয়ে কচুয়া উপজেলা প্রকৌশলী মো. আব্দুল আলীম লিটন বলেন, ‘ঠিকাদার আহসান হাবীব অসুস্থ থাকায় কাজ বিলম্বিত হচ্ছে। তবে সংযোগ সড়কের নির্মাণ কাজ শিগগিরই শুরু হবে বলে আশ্বস্ত করা হয়েছে।’
-মো: মাসুদ রানা, চাঁদপুর
ON/MRF