সিঙ্গারা খাইয়ে অচেতন করে অটোচুরি, পুলিশের অভিযানে আটক
ঝালকাঠিতে কবর জিয়ারতের কথা বলে সিঙ্গারা খাইয়ে চালককে অচেতন করে অটোরিকশা চুরির সময় আন্তঃজেলা চোরচক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। রোববার সকালে ঝালকাঠি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়,
ঝালকাঠি পৌরসভার কৃষ্ণকাঠি এলাকার অটোচালক মেহেদি হাসান তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আটক ব্যক্তিরা হলেন নড়াইল জেলার ডর বল্লাহাটি গ্রামের মৃত ওহাব মোল্লার ছেলে চুন্নু মোল্লা ওরফে চুন্নু মিয়া (৩৫) এবং সিরাজগঞ্জ জেলার চৌহালি থানার বন্যা গ্রামের আ: কুদ্দুস মিয়ার ছেলে শুক্কুর আলী ওরফে মিলন (৩৫)।
অটোচালক মেহেদি হাসান জানান, সকালে তিনি বাসস্ট্যান্ড থেকে ৫০ টাকা ভাড়ায় নেছারাবাদ দরবার শরিফে যান। সেখানে কবর জিয়ারত শেষে অভিযুক্তরা তাকে সিঙ্গারা খাওয়ার প্রস্তাব দেন। সিঙ্গারা খাওয়ার পরপরই তিনি অচেতন হয়ে পড়েন। এ সময় তার অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় তারা।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘চুরি করাই তাদের একমাত্র পেশা। তারা বিভিন্ন এলাকায় গিয়ে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে চালকদের অচেতন করে যানবাহন চুরি করে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় আগেও একাধিক মামলা রয়েছে।’
পুলিশ অভিযানের সময় শহরের সিটি পার্ক এলাকা থেকে চুরি হওয়া ব্যাটারিচালিত অটোরিকশাটি উদ্ধার করেছে। আটককৃতদের বিরুদ্ধে নতুন মামলায় আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
-মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি
ON/MRF