সুনামগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার মামলায় আদালতের জামিনে মুক্তি পেয়েছেন এম এ মান্নান
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপির কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ এবং মালামাল চুরির মামলায় জামিন পেয়েছেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। সোমবার (২৫ নভেম্বর) সকালে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নির্জন কুমার মিত্রের আদালতে হাজির হয়ে তিনি জামিন আবেদন করেন। আদালত তার আবেদন মঞ্জুর করেন।
এম এ মান্নানের আইনজীবী অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন জানান, ‘ঘটনার সময় এম এ মান্নান ঢাকায় অবস্থান করছিলেন এবং শারীরিকভাবে অসুস্থ ছিলেন। বিএনপি নিজেরাই কার্যালয়ে আগুন দিয়ে মামলাটি দায়ের করেছে। আদালতে এ ঘটনায় কোনো স্পষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি বলে জামিন মঞ্জুর করা হয়েছে।’
এর আগে গত ১৯ নভেম্বর স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুন নুর জগন্নাথপুর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক মন্ত্রীসহ ৪৯ জনকে আসামি করা হয়।
উল্লেখ্য, এম এ মান্নান গত ১৯ সেপ্টেম্বর শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হন এবং ১০ অক্টোবর কারাগার থেকে মুক্তি পান। এর আগে গত ৪ আগস্ট সুনামগঞ্জে ছাত্র জনতার আন্দোলনকালে পুলিশের সাথে সংঘর্ষের মামলায় তিনি জেলে ছিলেন।
-জাকারিয়া আহমদ, সুনামগঞ্জ
ON/MRF