রাজবাড়ীর পাংশা রেল স্টেশনের পাশে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজবাড়ীর পাংশা রেল স্টেশনের পাশের একটি কাঁঠাল গাছ থেকে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ। সোমবার (২৫ নভেম্বর) ভোরে এলাকাবাসীর নজরে আসে এই ঘটনা।
মৃত যুবক কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার পুরাতন চরাইকোল এলাকার মো. রাজু প্রামাণিকের ছেলে রাকিবুল ইসলাম (২০)।
রাকিবুলের টিশার্টের পকেটে একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। মা-বাবা তোমরা আমাকে মাফ করে দিও।’
প্রত্যক্ষদর্শী খোকন শেখ বলেন,
‘আমি ভোরে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে গাছের সঙ্গে কিছু ঝুলে থাকতে দেখি। পরে পাশের বাড়ির এক মহিলাকে ডেকে লাইট মেরে দেখি একটি ছেলে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে রেলের খালাসি এসে লাশ নামায়।’
রাকিবুলের কাকা বাদশা জানান, তিনি ঢাকায় থেকে কিছুদিন আগে গ্রামে ফিরে আসেন। চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিয়েছিলেন রাকিবুল, কিন্তু কাউকে চাকরি দিতে না পারায় দেনার চাপে ছিলেন। এই কারণেই হয়ত আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
রাকিবুলের মামা জানান, চার-পাঁচ দিন আগে রাকিবুল বাড়িতে আসেন। পরিবারের লোকজন তাকে আশ্বস্ত করে দেনা মেটানোর প্রতিশ্রুতি দেয়। কিন্তু রাকিবুল জানান, বসে থেকে লাভ নেই, তিনি ধান কাটার কাজ করতে চান। পরে পাশের উপজেলা কালুখালীর খালার বাড়িতে যান। সেখান থেকে রোববার বিকেলে বাড়ি ফেরার কথা বলে বেরিয়ে যান। এরপর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
পাংশা মডেল থানার এসআই সাজিদ বলেন, ‘ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।’
-আল আমিন হোসেন, রাজবাড়ী
ON/MRF