টঙ্গীতে কনটেইনার ট্রেন লাইনচ্যুত, আপ লাইনে রেল চলাচল বন্ধ
টঙ্গী ও বিমানবন্দর রেল স্টেশনের মধ্যবর্তী এলাকায় মালবাহী ওয়াগন (কনটেইনার) লাইনচ্যুত হয়েছে। এর ফলে আপ লাইনে রেল চলাচল বন্ধ রয়েছে।
আজ সোমবার ভোর ৫টার দিকে এ ঘটনার পর চার ঘণ্টারও বেশি সময় ধরে ঢাকার কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত রেল চলাচলে বিঘ্ন ঘটেছে বলে জানান কমলাপুরের স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন।
আজ সকাল ৯টার দিকে তিনি বলেন, ঢাকা থেকে টঙ্গীর দিকে যাওয়ার আপ লাইনে ট্রেন আপাতত চলছে না। টঙ্গী থেকে ঢাকায় প্রবেশের লাইনে (ডাউন লাইন) ট্রেন চলাচল করছে। ট্রেন ডিরেইল (লাইনচ্যুত) হওয়ার পরে কর্মীরা কাজ করছেন। দ্রুততম সময়ের মধ্যে লাইন ক্লিয়ার করা হবে।
বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় কোনো ট্রেন কমলাপুরে আটকে নেই। তবে ট্রেনগুলো ঢাকা ছেড়ে যেতে বেশ কিছু সময় লাগছে। আনোয়ার হোসেন বলেন, বড় ধরনের শিডিউল বিপর্যয় এড়াতে রেলওয়ে কর্মীরা তৎপর রয়েছেন।
সূত্র : ইত্তেফাক
on/abr