ঢাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’
ঢাকার বাতাস আজ সোমবার সকালে ‘ঝুঁকিপূর্ণ’ অবস্থায় ছিল। আজ সকাল ১০টার দিকে আইকিউএয়ারের বাতাসের মানসূচকে ঢাকার স্কোর ছিল ৩১৬। যা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে গণ্য করা হয়।
বিশ্বের ১২০টি শহরের মধ্যে বায়ুদূষণে আজ সকাল ১০টায় ঢাকার অবস্থান ছিল তৃতীয়। একই সময়ে ৪৬৩ স্কোর নিয়ে বায়ুদূষণে শীর্ষে ছিল ভারতের নয়াদিল্লি। দ্বিতীয় অবস্থানে বসনিয়া ও হার্জেগোভিনার সারায়েভো। শহরটির স্কোর ৩৩৬।
গত শুক্রবার থেকে গতকাল রোববার পর্যন্ত আইকিউএয়ারের সূচকে ঢাকার বাতাস ছিল খুব অস্বাস্থ্যকর।
বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।
আজ বায়ুদূষণের যে অবস্থা, তা থেকে রক্ষা পেতে আইকিউএয়ারের পরামর্শ, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা যাবে না। ঘরের জানালা বন্ধ রাখতে হবে।
সূত্র : প্রথম আলো
on/abr