প্রেমের টানে ময়মনসিংহ থেকে কুড়িগ্রামে, উভয়ই মেয়ে!
কুড়িগ্রামে রৌমারী উপজেলার টাপুর চর গ্রামে প্রেমিকাকে বিয়ে করতে গিয়ে বিপাকে পড়েছেন ময়মনসিংহ জেলার এক মেয়ে। প্রেমের সূত্র ধরে দীর্ঘদিন যোগাযোগের পর ময়মনসিংহের ওই তরুণী টাপুর চরের আরেক তরুণীর বাড়িতে এসে হাজির হন। কিন্তু বাস্তবে দেখা হয় তাদের মধ্যে দুজনেই নারী।
টাপুর চরের মেয়েটি এই পরিস্থিতিতে অবাক হয়ে বলেন, ‘তুমি মেয়ে হয়ে আমার সাথে প্রেম করছ, এটা কীভাবে সম্ভব?’ ময়মনসিংহের মেয়ে পাল্টা জবাবে বলেন, ‘তাতে কী? আমি তোমাকে বিয়ে করতে চাই।’
এ নিয়ে দুজনের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয় এবং বিষয়টি স্থানীয় গ্রামবাসীর নজরে আসে। পরে তাদের স্থানীয় ইউপি সদস্যের কাছে নিয়ে যাওয়া হয়। ইউপি সদস্য ঘটনাটি বুঝে রৌমারী থানায় বিষয়টি হস্তান্তর করেন।
এ ঘটনায় গ্রামবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
মো. স্বাধীন মিয়া, কুড়িগ্রাম
ON/MRF