চাঁদপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে সড়কের পাশে পরিত্যক্ত গুলি উদ্ধার
চাঁদপুরের কচুয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে লুণ্ঠিত ৭.৬২ এমএম পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। রবিবার সন্ধ্যায় পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় এবং কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. আব্দুল হালিমের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
কচুয়া-রহিমানগর সড়কের কান্দিরপাড় সংযোগ রাস্তার দক্ষিণ পাশে পলিথিনে মোড়ানো অবস্থায় ৭.৬২ এমএম পিস্তলের গুলিগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। যৌথ বাহিনীর অভিযানে সেনাবাহিনীর একটি দল, জেলা গোয়েন্দা শাখার একটি টিম এবং কচুয়া থানা পুলিশ একত্রে অংশগ্রহণ করে। অভিযানের নেতৃত্বে ছিল ক্যাপ্টেন খালেদুর রহমান।
কেন এবং কীভাবে গুলিগুলো সেখানে রাখা হয়েছিল, সে বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
-মো: মাসুদ রানা, চাঁদপুর
ON/MRF