পিরোজপুরের মঠবাড়িয়ায় পতিত জমিতে সবজি চাষ করে মিটছে অভাব, আসছে অর্থ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পতিত জমিতে সবজি চাষ করে কৃষকরা একদিকে মিটাচ্ছেন সংসারের সবজির অভাব, অন্যদিকে বাজারে বিক্রি করে আয় করছেন অর্থ। স্থানীয় কৃষকরা কোনো সরকারি সহযোগিতা ছাড়াই এ উদ্যোগ গ্রহণ করেছেন।
মঠবাড়িয়ার দাউদখালী ইউনিয়নের বড়হাড়জী-মিরুখালী সড়কের দুই পাশে লাউ, সিম, বরবটি, করলা, তুরইল, ঝিঙ্গা, এবং মিষ্টিকুমড়ার মতো সবজির চাষ করছেন কৃষকরা। স্থানীয় কৃষক মোস্তফা কাজী, হারুন মিয়া, সচিন হালদার, তপন হালদার, কুদ্দুস মিনা, কালাম মিনা, ধীরাংসু সমদ্দার, শুনিল সমদ্দার, এবং সুকুমার সমদ্দারসহ অনেকেই এ বাগান পাহারা দিচ্ছেন এবং নিয়মিত পরিচর্যা করছেন।
কৃষক হারুন মিয়া জানান, ‘বারবার প্রাকৃতিক দুর্যোগে বাড়িঘর প্লাবিত হওয়ায় রাস্তার পাশের পতিত জমি বেছে নিয়েছি। সরকারি কোনো সহযোগিতা ছাড়াই আমাদের চাষাবাদ চলছে।’
মঠবাড়িয়া কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ‘স্থানীয় চাষীদের পতিত জমিতে সবজি চাষ একটি প্রশংসনীয় উদ্যোগ।’
উল্লেখ্য, চাষকৃত সবজিগুলো সপ্তাহে একবার সংগ্রহ করে স্থানীয় বাজারে বিক্রি করা হচ্ছে। এতে কৃষকরা পরিবারে সবজি যোগানের পাশাপাশি আর্থিকভাবে লাভবান হচ্ছে।
মো. রোকনুজ্জামান শরীফ, পিরোজপুর
ON/MRF