মঠবাড়িয়ায় কলার আকাল, নির্বাচনী প্রভাবেই সংকট!

পিরোজপুরের মঠবাড়িয়ায় জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কলার ছড়ি প্রতীকের প্রচারের জন্য হাজার হাজার কলাগাছ নিধন হওয়ায় উপজেলায় তীব্র কলার সংকট দেখা দিয়েছে। নির্বাচনী প্রতীক হিসেবে কলার ছড়ি ব্যবহারের কারণে কলার দাম আকাশচুম্বী হয়েছে, যা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।
২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। শামীম শাহনেওয়াজ (আওয়ামী লীগ সমর্থিত স্বতন্ত্র) প্রতীক হিসেবে কলার ছড়ি নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন। তার সমর্থকরা প্রতিদিন প্রচারের জন্য শত শত জ্যান্ত কলাগাছ নিয়ে মিছিল ও সভা-সমাবেশে অংশ নেন। এর ফলে বিপুল পরিমাণ কলাগাছ নিধন করা হয়, যা স্থানীয় বাজারে কলার সরবরাহ হ্রাসের মূল কারণ হিসেবে দেখা দিয়েছে।
গ্রামের বিভিন্ন বাজারে কাঠালী, বিচি, চাপা, কাঁচা, ঠৈট্টাসহ দেশি জাতের কলার অভাব চরম আকার ধারণ করেছে। যে অল্প কিছু কলা বাজারে পাওয়া যাচ্ছে, তার মূল্য এত বেশি যে সাধারণ মানুষ তা কিনতে পারছেন না। আন্ধারমানিক এলাকার দোকানদার জাকারিয়া জানান, ‘সংসদ নির্বাচনে কলার ছড়ি প্রতীক থাকার কারণে কর্মীরা হাজার হাজার কলাগাছ কেটে ফেলেছে। কলার ছড়ি প্রতীকটি বাতিল করা উচিত।’
মঠবাড়িয়া উপজেলার কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান মিয়া বলেন, ‘একটি কলাগাছ থেকে ফল আসতে কমপক্ষে এক বছর সময় লাগে। এত বিপুল পরিমাণ কলাগাছ কেটে ফেলার ফলে সরবরাহ স্বাভাবিক হতে দীর্ঘ সময় লাগবে।’
এ অবস্থায় স্থানীয়রা নির্বাচনী প্রতীক হিসেবে কলার ছড়ি ব্যবহারের বিষয়টি পুনর্বিবেচনা করার দাবি জানিয়েছেন। তাদের মতে, পুষ্টিগুণে সমৃদ্ধ কলা দেশের মানুষের পুষ্টি চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা নির্বাচনী প্রচারণার জন্য এমন নিধনের শিকার হওয়া উচিত নয়।
- মো. রোকনুজ্জামান শরীফ, মঠবাড়িয়া
ON/MDK