বগুড়ায় মাদকের টাকা জোগাড় করতে না পেরে স্বেচ্ছায় কারাবরণ করতে থানায় যুবক
বগুড়ার শাজাহানপুরে মাদকের টাকা জোগাড় করতে না পেরে স্বেচ্ছায় কারাবরণ করতে থানায় হাজির হয়েছেন রাসেল মিয়া (৩০) নামের এক যুবক। আজ রোববার (২৪ নভেম্বর) দুপুরে শাজাহানপুর থানায় হাজির হন তিনি।
রাসেল মিয়া বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ উত্তরপাড়া গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম।
তিনি বলেন, ‘নেশাগ্রস্ত ওই যুবক স্বেচ্ছায় থানায় এসে বলেন, চুরি মামলায় আমাকে জেলে পাঠিয়ে দেন। টাকার অভাবে নেশা করতে পারছেন না। তাই জেলে যাওয়ার জন্য জোরাজুরি শুরু করেন। পরে বুঝিয়ে তাকে বাড়ি পাঠানো হয়েছে।’
সূত্র : জাগো নিউজ
on/abr